সহজভাবে কার ওয়াশ করার উপায়

সহজভাবে কার ওয়াশ করার উপায়

Information

#সরাসরি_সূর্যে_ আলো_থেকে_দূরে_রাখুন

সরাসরি সূর্যের আলোতে থাকলে গাড়ি গরম হয়ে যাবে। এতে পানি দ্রুত বাষ্পীভূত হবে, যা গাড়ি পরিষ্কার করাটা কঠিন করে ফেলবে। সুতরাং গাড়িকে সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখুন। এছাড়াও ধোয়ার আগে গাড়ির সবগুলো জানালা বন্ধ করতে হবে। এবং এন্টেনাকে রেট্রাক্ট করতে হবে। যাতে ভিতরে পানি না ঢুকে কিংবা এন্টেনা ভেঙে না যায়।

#গাড়ি_ধোয়ার_উপকরণ_সংগ্রহ_করুন

আগে থেকেই গাড়ি পরিষ্কারক দ্রব্য জোগাড় করে রাখুন। গাড়ি ধুতে কার-ওয়াশ শ্যাম্পু, তিনটা বালতি, একটা পাইপ, তোয়ালে, বড় স্পঞ্জ, ব্রাশ, যথেষ্ট পরিমাণ পানি প্রভৃতি লাগবে। আপনার গায়ে সাবান, পানি এবং ময়লা লাগতে পারে সুতরাং সে অনুযায়ী পোষাক পরুন। আপনি চাইলে আমাদের শ্যাম্পুর প্রোডাক্টগুলো দেখতে পারেন। যেগুলো আপনার গাড়িকে বিশেষভাবে কোটিং করবে।

#পানি_ও_ডিটারজেন্ট_সঠিক_অনুপাতে_মেশান

গাড়ি ধোয়ার (কার ওয়াশ) জন্য নির্দিষ্ট ডিটারজেন্টর ম্যানুফ্যাকচারারে দেয়া নির্দেশাবলী অনুযায়ী দুই বালতিতে পানি ও ডিটারজেন্ট সঠিক অনুপাতে মেশাতে হবে। আরেকটা বালতি শুধুমাত্র পানি দিয়ে ভর্তি করুন। এটা হবে আপনার গাড়ি ধোয়ার বালতি আর এটা এক বালতিই যথেষ্ট।

#গাড়ি_পানি_দিয়ে_ভিজিয়ে_দিন

পাইপ দিয়ে গাড়িতে এমনভাবে পানি দিন যাতে ময়লাগুলো নরম হয়ে যায়। ফলে গাড়ি ধুতে সুবিধা হবে। আর পাইপ দিয়ে পানির লক্ষ্য নিচের দিকে রাখতে হবে। তা না হলে পানি গাড়ির ভিতরে ঢুকে যেতে পারে।

#বড়_ধরনের_গ্লাভস_ব্যবহার_করুন

গাড়ি ধুতে (কার ওয়াশ) বড় ধরনের গ্লাভস ব্যবহার করুন। ব্যবহার করার আগে এটা সাবান পানিতে ডুবিয়ে রাখুন। এছাড়াও ওয়াশ গ্লাভস-টা নিয়মিত পানি দিয়ে ধুয়ে নিবেন। এতে গাড়ির পেইন্ট ভালো থাকবে। আর গাড়ির বডিতে ব্রাশ ইউজ করা উচিত না। কারণ এতে দাগ পড়ে যেতে পারে।

#বিভিন্ন_পার্ট_ধরে_ধরে_পরিষ্কার_করুন

গাড়ির বিভিন্ন পার্ট ধরে ধরে ওয়াশ করুন। বিশেষ করে উপরের পার্টগুলো থেকে আগে শুরু করুন। আস্তে আস্তে অন্যান্য পার্টগুলো পরিষ্কার করুন। গাড়ির এক পার্ট থেকে আরেক পার্ট ধুয়ে ফেলার সময় গাড়িতে নিয়মিত পানি দিয়ে ভেজা রাখুন।

#পাখির_বিষ্ঠা_বা_এ_জাতীয়_ময়লা_আগেই_তুলে_ফেলুন

গাড়ি ধোয়ার (কার ওয়াশ) আগে একটু খেয়াল করে দেখুন যে, কোন শুকনো ময়লা গাড়িতে লেগে রয়েছে কিনা। আর সেক্ষেত্রে পাখির বিষ্ঠা কিংবা শুকনো ময়লাগুলো আগেই পরিষ্কার করুন। এগুলো পানি দেয়ার আগেই তুলে ফেলতে চেষ্টা করুন। তাহলে গাড়ি ধুতে সুবিধা হবে এবং কোন দাগও পড়বে না।

#গাড়ির_নিচের_অংশ_পরে_পরিষ্কার_করুন

গাড়ির নিচের অংশ সবথেকে পরে ধোয়ার জন্য রাখুন। এটা গাড়ির সবচেয়ে নোংরা অংশ, যা ওয়াশ গ্লাভস-কে নষ্ট করে দেবে। আর ধোয়ার শেষের দিকে পাইপ দিয়ে গাড়ির নিচে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পানি দিয়ে পরিষ্কার করুন।

#গাড়ি_ভালভাবে_মুছে_ফেলুন

গাড়ি ধোয়া (কার ওয়াশ) হয়ে গেলে একাধিক তোয়ালে দিয়ে গাড়ি ভালভাবে মুছে ফেলুন। এমনভাবে মুছে ফেলুন, যাতে গাড়িতে কোন পানি জমে না থাকে। আর গাড়ির টায়ার পরিষ্কার করতে প্লাস্টিকের ব্রাশ ব্যবহার করুন। পরবর্তীতে ওয়াক্স দিয়ে শুকনো গাড়িটা পলিশ করুন। এটা একাধিক বার করতে হতে পারে। ওয়াক্স গাড়িকে সূর্যের আলো থেকে রক্ষা করে।

#জং_ফেলে_দিয়ে_পেইন্ট_করুন

গাড়ির জং পরিষ্কার বা উঠিয়ে ফেলতে নানা পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। আর জং ঠিকভাবে উঠিয়ে ফেলুন। তা না হলে গাড়ির বড় ধরনের ক্ষতি হতে পারে। এছাড়াও বিভিন্ন ধরণের কেমিক্যাল বাজারে কিনতে পাওয়া যায়। এই জাতীয় পদার্থ পরিষ্কার, শুকনো গ্লাসে লাগান। এবং এতে গ্লাসের দৃশ্যমানতা বেড়ে যাবে।

আপনার শখের গাড়িটির নিয়মিত যত্ন নিন এবং পরিষ্কার রাখুন। দেখবেন আপনার পুরনো গাড়িটি নতুন গাড়ির মতোই চকচক করবে। আর আপনি যদি গাড়ির যত্ন নিয়ে কোনো ঝামেলা পোহাতে না চান, তাহলে নিয়মিত গাড়ির যত্ন করুন।